লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : লোহাগড়া উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আমাদা আদর্শ কলেজে ২১শে ফেব্রুয়ারী ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদার সাথে পালিত হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে বুধবার নানা কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে ছিল শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন, শোক র‌্যালি, স্মরণ সভা ও দোয়া মাহফিল।

সকাল সাড়ে ৮টায় কলেজের অধ্যক্ষ আল ফয়সাল খাঁনের নেতৃত্বে প্রভাষকবৃন্দ, কর্মচারী ও শিক্ষার্থীরা শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলী প্রদান করা হয়। এর পর একটি শোক র‌্যালি কলেজ ক্যাম্পাস ও বাজার প্রদক্ষিণ করে।

পরে কলেজ অডিটরিয়ামে অধ্যক্ষ আল ফয়সাল খাঁনের সভাপতিত্বে আয়োজিত স্মরণ সভায় বক্তব্য রাখেন প্রভাষক রূপক মুখার্জি, মনিরুল ইসলাম, প্রকাশ পাঠক, আশরাফুল ইসলাম, নবনীতা বিশ্বাস, মঞ্জুয়ারা পারভীন, গোলাম কিবরিয়া, মহসীন প্রমুখ। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

িআরএম/এসপি/ফেব্রুয়ারি ২১, ২০১৮)