স্পোর্টস ডেস্ক, ঢাকা : আর্সেন ওয়েঙ্গারের সম্প্রতি সময়টা ভাল যাচ্ছিল না। প্রিমিয়ার লিগে বারবার ধাক্কা খাচ্ছিলেন । কিন্তু এফএ কাপে বেশ সাবলীনভাবেই খেলে আসছে আর্সেনাল। শনিবারও বেশ ছন্দময় ফুটবল উপহার দিয়েছে ওয়েঙ্গারের ছেলেরা। টানটান উত্তেজনার ম্যাচে টাইব্রেকারে ৪-২ গোলে উইগান অ্যাথলেটিককে হারিয়ে দিয়ে এফএ কাপের ফাইনালে চলে গেল আর্সেনাল। নির্ধারিত সময়ে ম্যাচ ১-১ ছিল। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। তারপর অবশ্য টাইব্রেকারে শেষ হাসি হাসে আর্সেনাল।

বিরতির আগে কোনও দলই গোল করতে পারেনি ৷ যদিও প্রথমার্ধে দুটো দলই তুল্যমুল্য আক্রমণ গড়েছে ৷ একবার গোল করার মতো পরিস্থিতি তৈরিও করেছিল আর্সেনাল ৷ কিন্তু তা বাস্তবে পরিণত হয়নি ৷ বিরতির পরে অবশ্য জর্ডি গোমেজের পেনাল্টি থেকে করা গোলে পিছিয়ে পড়ে আর্সেনাল ৷ ওই পর্বে উইগান অ্যাথলেটিক বেশ সংগঠিত আক্রমণ শানিয়েছে ৷গোল খাওয়ার পরে জেগে উঠে ওয়েঙ্গারের ছেলেরা ৷ ৮২ মিনিটে পার মারটেস্ককার গোল করে আর্সেনালকে সমতায় ফেরান ৷ নির্ধারিত সময়ে খেলা ১-১ ছিল ৷ এরপর অতিরিক্ত সময়েও গোলের মুখ খুলতে পারেনি কোনও দলই ৷ টাইব্রেকারে ৪-২ গোলে জেতে আর্সেনাল ৷ মাইকেল আত্রেতা , কিম ক্যালিসট্রম, অলিভিয়ার জিরৌদ , স্যান্টি কার্জোলা আর্সেনালের পক্ষে পেনাল্টিতে গোলগুলি করেন ৷

(ওএস/পি/এপ্রিল ১৩,২০১৪)