লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে তিনদিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পাতিবার সকালে জেলা প্রশাসন প্রাঙ্গনে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।

এর আগে মেলা উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র‌্যালি কালেক্টরেট ভবনের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়। পরে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার আ.স.ম মাহাতাব উদ্দিন, জেলা তথ্য কর্মকর্তা আবদুল্যা আল মামুন, জেলা সিভিল সার্জন ডা. খালেদ মোস্তাফা।
মেলায় প্রায় অর্ধশতাধিক স্টল অংশগ্রহণ করে, মেলা চলবে আগামী আগামী শনিবার (২২ ফেব্রুয়ারি) পর্যন্ত।

(এমআরএস/এসপি/ফেব্রুয়ারি ২২, ২০১৮)