স্টাফ রির্পোটার : নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান এমপি জানিয়েছেন ঈদ উপলক্ষে লঞ্চের অগ্রিম টিকিট ১৭ জুলাই থেকে বিক্রি শুরু হবে। মালিকদের সঙ্গে এক বৈঠকে একথা জানান তিনি।

তিনি বলেন, ঈদ উপলক্ষে ১৭ জুলাই থেকে লঞ্চের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। লঞ্চ মালিকরা যাতে ঈদে ঘরমুখী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে সেদিকে কড়া নজরদারি থাকবে।
এছাড়া, লঞ্চে যাতে অতিরিক্ত যাত্রী বহন করা না হয় সেজন্য লঞ্চঘাটে নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন। পাশাপাশি লঞ্চের যাত্রীবহন ক্ষমতা কত তাও লঞ্চের সামনে লেখা থাকতে হবে বলে জানান মন্ত্রী।
শাজাহান খান বলেন, যাত্রী নিরাপত্তার স্বার্থে লঞ্চ ও স্পিডবোটে লাইফ জ্যাকেট রাখতে হবে। অদক্ষ শ্রমিক যাতে নৌযান বা লঞ্চ না চালান সেটি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। লঞ্চের ছাদে কোনো যাত্রী ভ্রমণ করতে দেওয়া হবে না।
ঈদের আগের তিন দিন ও পরের তিন দিন ফেরিতে জরুরি পণ্যবাহী ছাড়া ট্রাক পারাপার বন্ধ থাকবে। এসময় নৌপথে সব প্রকার জাল ফেলা বন্ধ রাখতে হবে বলে জানান মন্ত্রী।
এছাড়া কাওড়াকান্দি, পাটুরিয়া ও দৌলতদিয়া লঞ্চঘাটে প্রবেশ ফি দিতে হবে না বলেও জানিয়েছেন মন্ত্রী।
(ওএস/এএস/জুলাই ০৭, ২০১৪)