বিনোদন ডেস্ক : ‘ভয়ংকর সুন্দর’ খ্যাত অভিনেত্রী আশনা হাবিব ভাবনা এবার নতুন পরিচয়ে হাজির হয়েছে। এবার বইমেলায় তার প্রথম উপন্যাস ‘গুলনেহার’ প্রকাশিত হয়েছে। বইটি প্রকাশ করেছে তাম্রলিপি। প্রচ্ছদ এঁকেছেন ধ্রুব এষ।

উপন্যাস সম্পর্কে বইটির প্রচ্ছদে লেখা হয়েছে, গুলনেহার উপন্যাসের চরিত্রগুলো লেখকের দেখা, কখনো কল্পনাশ্রয়ী। সরল ও সহজ ভঙ্গিতে একজন নারীর জীবন আখ্যান তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই উপন্যাসে।

বইটি নিয়ে ভাবনার ভক্তদের উৎসাহ প্রচুর। বইমেলায় তাম্রলিপি প্রকাশনীর সামনে ভাবনা বসেছিলেন ২১ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যায়। ভক্তরা গুলনেহার বই কিনে, সেই বইয়ে ভাবনার অটোগ্রাফ নিতে চারিদিকে তাকে ঘিরে ধরে।

অটোগ্রাফ দেয়ার সময় পাশে ছিলেন বইটির প্রকাশক তারিকুল ইলাম রনি।

সন্ধ্যা থেকে রাত আটটা পর্যন্ত ভাবনা অটোগ্রাফ দেন। এসময় কেউ কেউ তার সঙ্গে সেলফি তোলেন। কেউ গ্রুপ ছবি তোলেন।

বইমেলার ১২ নম্বর প্যাভিলিয়ন তাম্রলিপি প্রকাশনীর। বইটির দাম ১৬০ টাকা। মেলায় ২৫ শতাংশ ছাড়ে কেনা যাবে।

ভাবনা এ পর্যন্ত বেশ কিছু নাটকে অভিনয় করেছেন। ‘ভয়ংকর সুন্দর’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় নাম লেখান তিনি। সিনেমাটি গত বছর সারাদেশে মুক্তি পায়। অনিমেষ আইচের

পরিচালনায় এতে ভাবনার বিপরীতে ছিলেন ভারতীয় অভিনেতা পরমব্রত চ্যাটার্জি।

(ওএস/এসপি/ফেব্রুয়ারি ২৩, ২০১৮)