হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের হাতিরথান গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছে প্রেমিকা কলেজ ছাত্রী। এই ঘটনা জানাজানির পর শত শত উৎসুক জনতার ভিড় সৃষ্টি হয়েছে সেখানে।

স্থানীয় সূত্রে জানা যায়, দেড় বছর আগে হাতিরথান গ্রামের আব্দুস আহাদের কন্যা হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী হেলেনা আক্তারের সাথে একই গ্রামের আব্দুস সালামের পুত্র রাজমিস্ত্রি সোহেল মিয়ার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। কয়েকদিন আগে তারা পালিয়ে গিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নেয়।

বিষয়টি এলাকাবাসী জেনে গেলে মুরুব্বিরা গত মঙ্গলবার সালিশ বৈঠক আহবান করেন। বৈঠকে বুধবার সকাল ১১টায় লস্করপুর ইউনিয়ন অফিসে তাদের বিয়ের তারিখ নির্ধারণ করা হয়। কনেপক্ষ যথাসময়ে সেখানে উপস্থিত হলেও বরপক্ষ আসেনি। পরে বিকেল ৩টায় হেলেনা আক্তার সোহেল মিয়ার বাড়ির সামনে দাঁড়িয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করে।

হেলেনা আক্তার জানায়, তাকে সোহেল মিয়া যতক্ষণ পর্যন্ত বিয়ে না করবে ততক্ষন পর্যন্ত সেখানে বসে অনশন করবে। সোহেল মিয়া এই ঘটনার পর বাড়ি থেকে পালিয়ে গেছে। হেলেনা আরো জানায়, বিয়ের প্রলোভন দিয়ে তার সাথে সোহেল শারীরিক সম্পর্ক গড়ে তুলেছে। শুধু তাই নয়, সোহেলের পরিবার বিষয়টি কাউকে না বলতে হেলেনাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে।

হবিগঞ্জ সদর থানার ওসি ইয়াছিনুল হক জানান, বিষয়টি তার জানা নেই। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

(এমইউএ/এসপি/ফেব্রুয়ারি ২৩, ২০১৮)