নওগাঁ প্রতিনিধি : শুক্রবার জেলার শ্রেষ্ঠ বিদ্যাপিঠ নওগাঁ কেডি সরকারী উচ্চ বিদ্যালয়ের ১৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। 

এ উপলক্ষ্যে সকালে বিদ্যালয়ের নবীন-প্রবীন অন্তত চার হাজার শিক্ষার্থী শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে।

শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফের বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। বিকেলে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

উল্লেখ্য, বিগত ১৮৮৪ সালে তৎকালীন নওগাঁর ডেপুটি কালেক্টর ও গাঁজা সোসাইটির সুপারভাইজার বাবু কৃষ্ণধন বাগচী এলাকার তরুনদের শিক্ষিত করে গড়ে তোলার লক্ষ্যে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। তাঁর নামের আদ্যক্ষর অনুযায়ী পরবর্তীত বিদ্যালয়ের নামকরন করা হয় কেডি হাই স্কুল। সর্বশেষ কেডি সরকারী উচ্চ বিদ্যালয় হিসেবে স্বগর্বে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।

(বিএম/এসপি/ফেব্রুয়ারি ২৩, ২০১৮)