গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর লেখক সংঘের উদ্যোগে শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) স্থানীয় ধান মহালে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কবিতা আবৃত্তি, সংগীতানুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতিমন্ডলীর সদস্য প্রাবন্ধিক লুৎফুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক পলাশ মাজহারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ঈশ্বরগঞ্জ ডিগ্রী কলেজের সাবেক অধ্যাপক নজরুল হায়াত, গৌরীপুর মানবাধিকার কমিশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল কালাম মুহাম্মদ আজাদ, কেন্দুয়া সমকাল প্রতিনিধি সমরেন্দ্র বিশ্বশর্মা, গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মজিবুর রহমান ফকির, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুল ইসলাম মিন্টু, ছড়াকার আজম জহিরুল ইসলাম, কবি হান্নান কল্লোল, যুগান্তর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, কবি নুরুল আবেদীন, কবি সেলিম আল রাজ, কবি মো. শহীদুল্লাহ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আমিরুল মোমেনীন, কবি আব্দুল ওয়াহেদ ওয়াজেদ, রির্পোটার্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আরিফ আহাম্মেদ প্রমুখ।

কবিতা আবৃত্তি করেন লেখক সংঘের সদস্য ছড়াকার আজম জহিরুল ইসলাম, কবি নুরুল আবেদীন, কবি মো. শহীদুল্লাহ, আবদুল ওয়াহেদ ওয়াজেদ, ইফফাত বিনতে মাজহার, সারিয়ার রহমান, আফরোজা আবেদীন, জান্নাতুল ফেরদৌস। সংগীত পরিবেশন করে উদীচী শিল্পী গোষ্ঠী ও চাঁদের হটের শিল্পীবৃন্দ।

(এসআইএম/এসপি/ফেব্রুয়ারি ২৩, ২০১৮)