মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে জমকালো আয়োজনে প্রয়াত এডভোকেট সৈয়দ মনিরুজ্জামান স্মৃতি নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টে-২০১৮ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার রাত সাড়ে আটটার দিকে মৌলভীবাজার শহরের উপকন্ঠে গন্ধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মাসব্যাপী এই টুর্নামেন্টর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

মোস্তফাপুর ফ্রেন্ডস ফাইটারর্স ক্লাবের সাধারণ সম্পাদক ইমরান আহমেদ ইপুর সঞ্চালনায় ও ক্লাবের সভাপতি সৈয়দ ফেরদৌস জামানের সভাপতিত্বে টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলার ১১নং মোস্তফাপুর ইউনিয়নের চেয়ারম্যান তাজুল ইসলাম তাজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইউপি সদস্য আবু সুফিয়ান, সাবেক ইউপি সদস্য,সাইফুল ইসলাম, সাবেক ইউপি মেম্বার মনসুর আহমদ, বিশিষ্ট সমাজ সেবক এস,এম নজরুল ইসলাম, ইউপি সদস্য সহিদ আলী, ছাত্রদল নেতা ইমামুল হক রিপন, ছাত্রলীগ নেতা আব্দুস সামাদ আজাদ প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান তাজুল ইসলাম তাজ বলেন, যুব সমাজ দেশ ও জাতির অহংকার ,তাই খেলাদুলার সাথে যুক্ত থাকলে যুব সমাজকে মাদক এবং বিভিন্ন অপরাধ থেকে দূরে রাখা সম্ভব।

মাসব্যাপী আনন্দঘন এই টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠান শেষে রাত ৯টার দিকে খেলার আনুষ্ঠানিকতা শুরু হয়।
মোস্তফাপুর ফ্রেন্ডস ফাইটার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইমরান আহমেদ ইপু জানান, প্রতিরাতে মিনিবার ফুটবল টুর্নামেন্টে মোট ৪টি করে দল অংশগ্রহন করবে, এসব দলে ৫জন করে খেলায় অংশ নেবে। মাসব্যাপী খেলায় ৩২টি ফুটবলদল এই খেলায় অংশ গ্রহন করবেন।

টুর্নামেন্ট সূত্রে জানা যায়, মাসব্যাপী খেলা শেষে আগামী মাসের ১৫ মার্চ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

(একে/এসপি/ফেব্রুয়ারি ২৩, ২০১৮)