হবিগঞ্জ প্রতিনিধি : বসন্তবরণ উপলক্ষে শুক্রবার বিকেলে হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে দুই শূন্য শূন্য ছয় পরিবার আয়োজিত ঘুড়ি উৎসবের উদ্বোধন করা হয়েছে।

ঘুড়ি উৎসব উদযাপন কমিটির সভাপতি ওবায়দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ সফিউল আলম, সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মজিদ, বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধাংশু কর্মকার, দৈনিক খোয়াই সম্পাদক আলহাজ্ব শামীম আহছান, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লুৎফুর রহমান তালুকদার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি, প্রবাসী আওয়ামী লীগ নেতা ড. মোহাম্মদ শাহ নেওয়াজ প্রমুখ।

পরে স্থানীয় কণ্ঠশিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে দুই শূন্য শূন্য ছয়। এর আগে সকাল ১০টায় অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এতে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার অন্তত ৫ শতাধিক লোক ঘুড়ি নিয়ে এই উৎসবে অংশগ্রহণ করেন। এর মাঝে ছিল রং বেরংয়ের বিভিন্ন ঘুড়ি। ছিল নান্দনিক ঘুড়ির সমাহার। একটির সাথে আরেকটির প্রতিযোগিতা প্রাণ ভরে উপভোগ করেন দর্শকরা।

(এমআইএ/এসপি/ফেব্রুয়ারি ২৪, ২০১৮)