সমরেন্দ্র বিশ্ব শর্মা, কেন্দুয়া (নেত্রকোণা) : বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শনিবার বিকালে অনুষ্ঠিত হলো সভাপতি পদে নির্বাচন। নেত্রকোনার কেন্দুয়া উপজেলার শত বছরের পুরনো ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ নওপাড়া উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হিসাবে আবারো নির্বাচিত হলেন সাবেক সভাপতি মো: তাজুল ইসলাম তাজু।

নির্বাচনের প্রিজাইডিং অফিসার উপজেলা প্রকৌশলী মো: আল-আমিন সরকার শনিবার বিকালে তার কার্যালয়ে বসে নির্বাচিত সভাপতি হিসাবে তাজুল ইসলাম তাজুর নাম ঘোষনা করেন।৯ জন ভোটারের মধ্যে তাজুল ইসলামকে ৫ জন নির্বাচিত সদস্য প্রকাশ্যে সমর্থন দেয়ায় প্রতিদ্বন্ধী প্রার্থী তরুন শিল্পপতি মো: মনিরুজ্জামান ভূঞা শামিম ভোটে অংশই নেননি।

প্রিজাইডিং অফিসার মো: আল-আমিন সরকার জানান, মনিরুজ্জামন ভূঞা শামিম ভোটের সময় না আসলেও পরবর্তীতে বিজয়ী প্রার্থী তাজুল ইসলামের সঙ্গে আমার অফিসে এসেই শুভেচ্ছা বিনিময় করেন এবং একসাথে বসেই মিষ্টি মুখ করেন। তাজুল ইসলাম তাজুও আগামী দিনে বিদ্যালয়ের উন্নয়ন মূলক কর্মকান্ডে শামিমের সহযোগিতা চান। তবে শামিমের সমর্থনে নির্বাচনে অনুপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি আজহারুল ইসলাম ও নির্বাচিত সদস্য হাবিবুর রহমান।

নির্বাচিত হবার পর তাজুল ইসলাম তাজু তার প্রতিক্রিয়া ব্যাক্ত করে উপস্থিত সুধিজনের উদ্দেশ্যে বলেন, সাবেক সভাপতি হিসাবে অত্যন্ত সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছি। বিদ্যালয়ের অনেক উন্নয়নও করেছি। আগামী দিনেও অনেক উন্নয়ন পরিকল্পনা সহ শতবর্ষ অনুষ্ঠানের প্রস্তুতি রয়েছে। এসব দিক বিবেচনা করেই সকল সদস্যরাই আমাকে আবারো সভাপতি নির্বাচিত করেছেন। এ জন্য আমি সকলের প্রতি কৃতজ্ঞা জানাই একই সঙ্গে সকলের সহযোগিতাও চাই।

উল্লেখ্য, গত সভাপতি নির্বাচনেও তাজুল ইসলাম তাজু ৯ ভোটের মধ্যে ৮ ভোট পেয়েছিলেন বলে তিনি দাবি করেন।

(এসবি/এসপি/ফেব্রুয়ারি ২৪, ২০১৮)