স্টাফ রিপোর্টার : মাদকের বিস্তার রোধে আগামী ১ মার্চ থেকে তথ্য অভিযান শুরু হবে বলে জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম।

রবিবার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান প্রতিমন্ত্রী।

তারানা হালিম বলেন, ১ মার্চ রাত ৮টা ৫০ মিনিটে প্রতিটি টেলিভিশন চ্যানেল রেডিওতে এবং সামাজিক মাধ্যমে মাদকের বিরুদ্ধে তথ্য অভিযান প্রচার করা হবে। দেশের সীমান্ত এলাকায় প্রজেক্টরের মাধ্যমে মামলা এবং তাদের জন্য করণীয় কী তা দেখানো হবে। এ অভিযান প্রতিনিয়ত আপডেট হবে এবং বৃহৎ আকারে চলবে। মাদকের যেসব মামলার ইতোমধ্যে রায় হয়েছে সেটাও গণমাধ্যমের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

প্রতিমন্ত্রী বলেন, স্কুল-কলেজে মাদকের কুফলতার ভিডিও চিত্র দেখানো হবে। এছাড়া কারাগারগুলোতে ভিডিও প্রচারের মাধ্যমে কাউন্সিলিং করা হবে।

তারানা হালিম বলেন, ২০০৯ সালে মাদক মামলা ছিল ৩৭ হাজার ৩৯৫টি। আর ২০১৭ সালে এই সংখ্যা এক লাখ ছয় হাজার ৫৩৬টি।

প্রতিমন্ত্রী জানান, ‘জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন’- এই স্লোগান প্রচার করা হবে।

(ওএস/এসপি/ফেব্রুয়ারি ২৫, ২০১৮)