ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে ১০ হাজার লোকের সমবেত কণ্ঠে শুদ্ধভাবে দলগত জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়েছে। সোমবার সকালে ঝালকাঠির শেখ রাসেল স্টেডিয়ামে জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।

সকাল ৯টা থেকেই বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা শিক্ষার্থীদের নিয়ে মাঠে উপস্থিত হন। এ সময় বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারীরাও সেখানে উপস্থিত হন। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সকলেই অবস্থান নেন জাতীয় সঙ্গীত পরিবেশনে।

এ সময় ঝালকাঠি জেলা প্রশাসক মো. হামিদুল হক শুদ্ধভাবে জাতীয় সঙ্গীত পরিবেশনের গুরুত্ব তুলে ধরে এর দিক নির্দেশনা দিয়ে বক্তব্য দেন। এরপর শুরু হয় সমবেত কণ্ঠে শুদ্ধভাবে দলগত জাতীয় সঙ্গীত পরিবেশন। একে একে ৩ বার সঙ্গীত পরিবেশন করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মো. মজিদ আলী, সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদার, সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর শাহ আলম মজুমদার, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক শেখ মো. আবু বকর সিদ্দিক, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মানিক হার রহমান, মো. শহিদুল ইসলাম, মো. ছাইদুজ্জামান, জেলা যুব উন্নয়নের উপপরিচালক মো. মিজানুর রহমানসহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা।

(ওএস/এসপি/ফেব্রুয়ারি, ২৬, ২০১৮)