নওগাঁ প্রতিনিধি : ৩৯তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে নওগাঁর নিয়ামতপুরে দুদিন ব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়। এবারে বিজ্ঞান মেলার প্রতিপাদ্য বিষয় হলো মেধায় সম্পদ, বিজ্ঞান ও প্রক্তুক্তিই ভবিষ্যৎ। 

সোমবার উপজেলা পরিষদের স্থায়ী মঞ্চের সামনে এ মেলার উদ্বোধন করেন নওগাঁ জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান।

উদ্বোধন শেষে উপজেলা পরিষদের স্থায়ী মঞ্চে উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোঃ মাহফুজুল আলমের সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করা হয়। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এনামূল হক, মহিলা ভাইস চেয়ারম্যান মোনায়ারা বেগম, অফিসার ইন চার্জ রফিকুল ইসলাম খান।

বিজ্ঞান মেলায় এবারে ২৩টি প্রতিষ্ঠান ষ্টল দিয়েছে। মেলার মূল আকর্ষন হচ্ছে বিজ্ঞান অলিম্পিয়াড, বিজ্ঞান বিষয়ক বির্তক ও উপস্থিত বক্তৃতার প্রতিযোগতা।

(বিএম/এসপি/ফেব্রুয়ারি, ২৬, ২০১৮)