ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নে সরকারি নদীর জায়গা দখল ও সরকারী ড্রেন ভেঙ্গে পাঁকা ঘর নির্মান করায় এলাকাবাসীর পক্ষ থেকে ঠাকুরগাঁও জেলা প্রশাসক বরাবর অভিযোগ পত্র প্রদান করা হয়েছে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, গড়েয়া চোঙ্গাখাতার আলহাজ্ব রহিদুল ইসলাম,আব্দুস সামাদ সহ কয়েকজন বহমান পাথর ঘাটা নদীর জায়গা ভরাট করে এবং রহিদুল ইসলাম নদীর জায়গা ভরাট ও সরকারি ড্রেন ভেঙ্গে ফেলে জনগন ও এলাকাবাসীর যাতায়াতে প্রতিবন্ধকতা ও জলবদ্ধতার সৃষ্টি করে পাঁকা মার্কেটের কাজ চালাচ্ছে।

প্রায় বছর খানেক পূর্বে ঠাকুরগাঁও সহকারী ভূমি অফিসার এসে সরকারি নদীর জায়গা মেপে লাল পতাকা দিয়ে দখল মুক্ত করে যায় কিন্তু ছয় মাস যেতে না যেতে আবারও সেই জায়গা থেকে লাল পতাকা তুলে ফেলে মাটি ভরাট করে পাঁকা দোকান ও মার্কেট নির্মান কাজ করতে থাকে।

এলাকাবাসীর পক্ষ থেকে কয়েক দফা গড়েয়া ভূমি অফিস ও ঠাকুরগাও সহকারী ভূমি কর্মকর্তাকে বিষয়টি অবগত করলে গড়েয়া ভূমি কর্মকর্তা ঘটনা স্থলে এসে বাধা ও নোটিশ প্রদান করেন।বার বার নোটিশ ও বাধা প্রদান করার পরও আইন অমান্য কারী ও ভূমি দস্যু আলহাজ্ব রহিদুল ইসলাম তার দোকান ও মার্কেট নির্মাণ কাজ অব্যাহত রেখেছে, শুধু তাই না তার টাকা ও দলীয় প্রভাবে বহমান পাথর ঘাটা নদীটির শ্রোতধারা কে পাল্টে দিয়েছে।গড়েয়া হাটে ও আশেপাশে আগুন লাগলে ফায়ার সার্ভিস এসে এই একটি মাত্র নদীর পানি দিয়ে আগুন নেভানোর কাজ করতো। এই ভূমি দস্যু ও কিছু অর্থ লোভির কারণে নদীটির অস্তিত্ব বিলিন হয়ে গেছে।

গড়েয়া এলাকাবাসীর দাবী এই একটি মাত্র নদী যা আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে, জরুরী ভিত্তিতে তদন্ত করে জনসাধারণের স্বার্থে পাথর ঘাটা নদীটি দখল মুক্ত করে নদীটির পূর্ব স্রতধারা ফিরিয়ে আনা হোক এবং সরকারী ড্রেনটি সচল করে জনসাধারণের ও পরিবেশের ভারসাম্য বজায় রাখা হোক।

(এফআইআর/এসপি/ফেব্রুয়ারি, ২৬, ২০১৮)