মাদারীপুর প্রতিনিধি : প্রস্তাবিত ডিজিটাল আইনের ৩২ ধারা বাতিলের দাবীতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কালকিনি উপজেলা শাখার উদ্দ্যেগে সোমবার দুপুরে কালকিনি প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী বরাবরে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধন ও সমাবেশে বক্তারা অবিলম্বে আইন ৩২ ধারা বাতিলের দাবী জানিয়ে সারা দেশে সাংবাদিক নির্যাতন, সন্ত্রাসী হামলা, মামলা, ও হয়রাণী বন্ধে দাবী জানান।

এসময় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কালকিনি উপজেলা কমিটির সভাপতি রফিকুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ম.হারুন অর রশিদ এর সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন কালকিনি প্রেসক্লাব সভাপতি এইচ এম মিলন, সাধারন সম্পাদক জাফরুল হাসান,কেন্দ্রীয় কমিটির কার্যকরি সদস্য শহিদুল ইসলাম,নাসিরুদ্দিন লিটন ফকির,আবির হোসেন,আসাদুজ্জামান দুলাল, সেন্টু তালুকদার, সাহেদ হাসান প্রমুখ।

বক্তারা বলেন, চলতি সপ্তাহের মধ্যে ৩২ ধারা বাতিল এবং ৫৭ ধারায় সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের হওয়া সকল মামলা প্রত্যাহার না করা হলে আগামিতে দেশব্যাপী আরো কঠোর কর্মসুচি দেওয়া হবে।

সমাবেশ শেষে প্রধানমন্ত্রীর বরাবর কালকিনি উপজেলা নির্বাহী অফিসার শেখ হাফিজুর রহমান এর মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়।

(এমআরএস/এসপি/ফেব্রুয়ারি, ২৬, ২০১৮)