ফেনী প্রতিনিধি : দৈনিক হাজরিকা প্রতিদিনে মিথ্যা সংবাদ প্রকাশ করায় ওই পত্রিকার সম্পাদক ও ফেনী-২ আসনের প্রাক্ত সংসদ সদস্য জয়নাল হাজরীর বিরুদ্ধে ৫০ লাখ টাকার মামহানির মামলা দায়ের করা হয়েছে।

রবিবার সন্ধ্যায় ফেনী পৌরসভার প্রাক্তন কমিশনার কোহিনূর ইসলাম বাদি হয়ে ফেনীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট খাইরুল আমিনের আদালতে এ মামলা করেন।

মামলার এজহার সূত্রে জানা যায়, ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরাম হত্যাকাণ্ডে কোহিনূর ইসলামকে জড়িয়ে ১০ ও ১৮ জুন দৈনিক হাজারিকা প্রতিদিনে সংবাদ প্রকাশ করা হয়। ওই হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতারকৃতদের জবানবন্দিতে বা অন্য কোনো গণমাধ্যমে তার নাম না আসলেও উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোহিনূর ইসলামকে জড়িয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়। এতে কোহিনূর ইসলামের সম্মানহানি হয়েছে, এ মর্মে আদালতে তিনি ৫০ লাখ টাকার মানহানি মামলা দায়ের করেন।


ফেনীর জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট খাইরুল আমিন মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন।

(ওএস/এইচআর/জুলাই ০৭, ২০১৪)