আগামী ২৬ মার্চ লাখো কণ্ঠে ধ্বনিত হবে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি…

১৯৭১ সালের ১ মার্চ গঠিত হয় স্বাধীন বাংলার কেন্দ্রীয় সংগ্রাম পরিষদ। পরে ৩ মার্চ ঢাকা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত পল্টন ময়দানে অনুষ্ঠিত জনসভা শেষে ঘোষিত ইশতেহারে “আমার সোনার বাংলা” গানকে জাতীয় সঙ্গীত হিসাবে ঘোষণা করা হয়। ১৯৭১ সালের ১৭ এপ্রিল মুজিবনগরে স্বাধীন বাংলাদেশের সরকারের শপথ অনুষ্ঠানে এই গান প্রথম জাতীয় সঙ্গীত হিসাবে গাওয়া হয়। এই স্বাধীনতা দিবসে সারাবিশ্ব যেন মনে রাখে বাংলাদেশকে, মনে রাখে বাংলাদেশের স্বাধীনতা দিবসকে, মনে রাখে বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে। বাংলাদেশের স্বাধীনতা দিবসকে প্রতিটি বাংলাদেশীদের মধ্যে আরও স্মরণীয় করে রাখতেই এই আয়োজন। সবাই মিলে এক অনন্য বিশ্ব রেকর্ড গড়ার প্রত্যয় নিয়ে আগামী ২৬ মার্চ জাতীয় প্যারেড গ্রাউন্ড, তেজগাঁও-এ আমাদের দেশের প্রতি ভালবাসা এবং জাতীয় সঙ্গীত এর প্রতি শ্রদ্ধাবোধ জানাতেই অনুষ্ঠিত হবে 'লাখো কণ্ঠে সোনার বাংলা'।




(ওএস/অ/মার্চ ০৬, ২০১৪)