স্পোর্টস ডেস্ক, ঢাকা : ডাবল সেঞ্চুরির সুবাস পেয়েছিলেন আগের দিনই। জাতীয় ক্রিকেট লিগের ষষ্ঠ রাউন্ডের খেলার প্রথম দিনে রাজশাহীর অলরাউন্ডার ফরহাদ রেজা চট্টগ্রামের বিপক্ষে অপরাজিত ছিলেন ১৮২ রানে। আজ বিকেএসপির তিন নম্বর মাঠে ১৫তম ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় দিনের শুরুতেই পেয়ে যান ডাবল সেঞ্চুরি। ক্যারিয়ারে প্রথম ডাবল পাওয়া ফরহাদ পৌঁছে গেছেন ২৫০ রানের মাইলফলকেও।

দ্বিতীয় দিনের লাঞ্চের আগে পর্যন্ত রাজশাহীর সংগ্রহ ছিল ৭ উইকেটে ৫৬৮ রান। ফরহাদের ২৫০ রানের উপর ভর করে এ রিপোর্ট লেখা পর্যন্ত ১২৬ ওভারে ৭ উইকেটে ৬০০ করেছে রাজশহী। ফরহাদ ৩১৫ বলে ১৫ বাউন্ডারি ৫ ছক্কায় ব্যাট করছেন ২৫৩ রানে। সেঞ্চুরির দেখা পেয়েছেন মুক্তার আলিও। ১১১ বলে ৫ বাউন্ডারি ৮ ছক্কার ঝড়ো ইনিংসে মুক্তার অপরাজিত ঠিক ১০০ রানে। এভাবে আরও কিছুক্ষণ খেললে ট্রিপল সেঞ্চুরি করার দারুণ সম্ভাবনাও আছে ফরহাদ রেজার।


এর আগে প্রথম দিন শেষে ৭ উইকেট হারিয়ে রাজশাহী করেছিল ৪২৪ রান। সানজামুল ইসলাম ১৭২ রান করে দিনের খেলা শেষ হওয়ার কিছু আগে আউট হন। ফরহাদ রেজার সাথে তিনি গড়েছিলেন আবার সপ্তম উইকেটে রেকর্ড ৩৪৭ রানের জুটি।

(ওএস/পি/এপ্রিল ১৩,২০১৪)