বড়লেখা(মৌলভীবাজার)প্রতিনিধি : জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন বলেছেন, সরকারের নানামুখী পদক্ষেপের কারণে  দেশে মা ও শিশুর মৃত্যুর হার কমে এসেছে।

তৃণমুল পর্যায়ে কমিউনিটি ক্লিনিক স্থাপিত হওয়ায় সাধারন জনগন সহজেই বিনামূল্যে ঔষধ সহ স্বাস্থ্য সেবা পাচ্ছে। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমডিজি ফোর পুরষ্কার পেয়েছেন। বাংলাদেশে স্বাস্থ্য ব্যবস্থায় সরকারের নেয়া বাস্তবমুখী নানামুখী পদক্ষেপ দেশ-বিদেশে প্রশংসা কুড়িয়েছে। আমাদের স্বাস্থ্যনীতি বিভিন্ন দেশে অনুসরণ করা হচ্ছে।

তিনি সোমবার মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় দরিদ্র মায়েদের হাতে মাতৃত্বকালীন ভাতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরিউক্ত কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, সরকার দরিদ্র মায়েদের মাতৃত্বকালীন ভাতা প্রদান ছাড়াও নারীদের আর্থ সামাজিক উন্নয়নের জন্য ক্ষুদ্র ঋণ কর্মসুচী চালু করেছে।

বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মো. আমিনুর রহমানের সভাপতিত্বে সদর ইউনিয়ন পরিষদ মিলনাতয়নে মাতৃত্ব ভাতা বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, ইউপি চেয়ারম্যান সুয়েব আহমদ,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াসমি প্রমুখ।

পরে প্রধান অতিথি হুইপ মো. শাহাব উদ্দিন বড়লেখা উপজেলার ৩৬০জন দরিদ্র মায়ের হাতে সাড়ে সাত লক্ষ টাকার চেক তুলে দেন।

(এলএস/জেএ/জুলাই ০৭, ২০১৪)