স্টাফ রিপোর্টার : সাভারে গেন্ডা বাসষ্ট্যান্ডে কাভার্ডভ্যানের ভিতর থেকে ৯২৫ বোতল ফেন্সিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-২।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তেতে সোমবার দিনগত রাতে সাভারের গেন্ডা বাসষ্ট্যান্ডের দক্ষিণ পাশে তাহসীন এন্টারপ্রাইজ ফিলিং ষ্টেশনের সামনে কার্গোভ্যান (ঢাকা-ট-২০-৮০০৫) কে থামার জন্য সংকেত দেওয়া হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে চালক কার্গোভ্যানটি রাস্তার উপর থামিয়ে পালানোর চেষ্টাকালে মোহাম্মদ আলী (২৯)ও রতন হোসেনকে (২৮) গ্রেফতার করা হয়।

জিজ্ঞাসাবাদে জানায়, তারা চাপাইনবাবগঞ্জ জেলার সীমান্ত পথ থেকে অবৈধভাবে বাংলাদেশে আসা ফেন্সিডিল স্বল্প মূল্যে ক্রয় করে রাতারাতি বড়লোক হবার নেশায় ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে চরাদামে বিক্রয় ও সরবরাহ করে আসছিল। তারা দীর্ঘদিন থেকে মাদক ব্যবসায়ীদের সাথে যোগাযোগ রেখে কার্গোভ্যানে মালামাল পরিবহনের পাশাপাশি মাদকের ব্যবসা পরিচালনা করত।

(বিজ্ঞপ্তি/এসপি/ফেব্রুয়ারি, ২৬, ২০১৮)