ফেনী প্রতিনিধি : ফেনীর ফুলগাজীতে ভাবীকে এসিড নিক্ষেপের দায়ে গ্রেফতারকৃত জাবেদুল হক মানিককে (৩৬) এক  দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

সোমবার সকালে ফুলগাজী পুলিশের আবেদনের প্রেক্ষিতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফারুক এ রিমান্ড মঞ্জুর করেন।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহম্মদ নাসিরউদ্দিন মোহাম্মদ জানান, রিমান্ড শেষে তাকে জেলহাজতে পাঠানো হবে।
এর আগে এসিড দগ্ধ রিমার ছেলে ইউনুছ বাদী হয়ে ফুলগাজী থানায় মামলা দায়ের করলে ওইদিন শনিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে বোনের বাড়ি থেকে মানিককে গ্রেফতার করে।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুজ্জামান জানান, আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ ধর্মপুর গ্রামের নজির আহম্মদের ছেলে মানিক ও তার ভাই ইউছুপের মধ্যে সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে শনিবার সকাল ১১টার দিকে ইউছুপের স্ত্রী হালিমা আক্তার রিমার (৩৪) ঘরে ঢুকে মানিক এসিড নিক্ষেপ করে। এতে তার হাত, মুখ, শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। চিৎকারে শুনে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
রিমার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দায়িত্বরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
(ওএস/এএস/জুলাই ০৭, ২০১৪)