শেরপুর প্রতিনিধি : ‘পঙ্গুত্ব থেকে বাঁচতে, পায়ের যত্ন নিন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন’ শ্লোগানে র‌্যালি, আলোচনা সভা ও বিনামুল্যে ডায়াবেটিক পরীক্ষার মধ্য দিয়ে শেরপুরে ডায়াবেটিক সচেতনতা দিবস উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে ২৮ ফেব্রুয়ারি বুধবার সকালে শেরপুর ডায়াবেটিক সমিতির আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে শহরের লহিড়ি কাচারি সংলগ্ন শেরপুর ডায়াবেটিক হাসপাতাল মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শেরপুর ডায়াবেটিক সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, ডা. মো. আনিসুর রহমান, সাধারণ সম্পাদক ইমাম হোসেন ঠান্ডু প্রমুখ।

এদিন সকাল ৮ টা থেকে দুপুর ২টা পর্যন্ত শেরপুর ডায়াবেটিক হাসপাতালে বিনামুল্যে ডায়াবেটিক পরীক্ষা করানো হয়।

(এসআর/এসপি/ফেব্রুয়ারি ২৮, ২০১৮)