কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিনে সাগরে অভিযান চালিয়ে তিন লাখ পিস ইয়াবাসহ মিয়ানমারের ছয় নাগরিককে আটক করেছে কোস্টগার্ড। এ সময় তিনটি লম্বা কিরিচসহ তাদের ব্যবহৃত একটি ট্রলার জব্দ করা হয়।

বুধবার দুপুরে সেন্টমাটিনের ছেঁড়া দ্বীপের দক্ষিণ-পূর্ব সাগর থেকে তাদের আটক করা হয়।

আটক ছয়জনের বিরুদ্ধে মাদক ও অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন অভিযান পরিচালনাকারী ও টেকনাফ কোস্ট গার্ড স্টেশনের কর্মকর্তা লে. কমান্ডার ফয়জুল ইসলাম মন্ডল।

কোস্ট গার্ডের এই কর্মকর্তা জানান, বুধবার দুপুরে মিয়ানমার থেকে ইয়াবা বহন করে একটি ট্রলারে সেন্টমার্টিনের কাছাকাছি অবস্থান করছে এমন গোপন সংবাদ পেয়ে তার নেতৃত্বে কোস্ট গার্ডের একটি দল দ্বীপের দক্ষিণ পূর্ব সাগরে অভিযান চালায়। এ সময় ট্রলারসহ মিয়ানমারের ছয় নাগরিককে আটক করা হয়। পরে ট্রলারে তল্লাশি চালিয়ে তিন লাখ পিস ইয়াবা এবং তিনটি লম্বা কিরিচ ও তীর উদ্ধার করা হয়। উদ্ধার ইয়াবার দাম প্রায় ১৫ কোটি টাকা।

আটক ছয়জন এখনো সেন্টমার্টিন দ্বীপে রয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা। টেকনাফ পৌঁছে আটককৃতদের নাম দেয়া হবে বলে জানিয়েছেন তিনি।

(ওএস/এসপি/ফেব্রুয়ারি ২৮, ২০১৮)