নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী সুবর্ণচরে জাটকা মাছ বিক্রীর দায়ে সুবর্ণচরে ভ্রাম্যমান আদালত ৭ হাজার টাকা জরিমানা আদায় এবং ১০ কেজি জাটকা মাছ আটক করা হয় ।

জাটকা নিধন প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে সুবর্ণচর উপজেলার স্টিমারঘাট, চরবাটা খাসের হাট, সেন্টার বাজার, হারিছ চৌধুরী সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাটকা ইলিশ বিক্রি করায় মাছ ব্যবসায়ী সিরাজ, সবুজ, জাহিদ কাশেম ৪ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহস্পতিবার সকালে সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু ওয়াদুদ , উপজেলা কমিশনার (ভূমি) মোহাম্মদ রেজাউল করিম ও ভ্রাম্যমাণ আদালতের ব্যবসায়ীর কাছ থেকে ১০ কেজি জাটকা জব্দ এবং তাঁদেরকে ৭ হাজার টাকা জরিমানা করেন।

সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু ওয়াদুদ জানান, নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা বিক্রি করায় মত্স্য সংরক্ষণ আইন ১৯৫০ এর ৪ ধারা অনুযায়ী তাঁদেরকে জরিমানা করা হয়েছে। জব্দকৃত জাটকা

এতিমখানায় বিতরণ করা হয়েছে বলে জানান, উপজেলা কমিশনার (ভূমি) মোহাম্মদ রেজাউল করিম । অভিযানে উপজেলা মত্স্য অধিদপ্তরের কর্মকর্তা পিযুষ প্রভাকর উপস্থিত ছিলেন।

(আইইউএস/এসপি/মার্চ ০১, ২০১৮)