নিউজ ডেস্ক : রমজানে শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক-কর্মচারীদের সপ্তাহে কাজের সময় আড়াই ঘণ্টা কমানোর নির্দেশ দিয়েছে সরকার। সোমবার সরকারি এক তথ্য বিবরণীতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

বিবরণীতে বলা হয়েছে, রোজায় শ্রম আইনের ১০১(ক) ধারার বিধানের কার্যকারিতা শর্তসাপেক্ষে স্থগিত করা হয়েছে। শ্রম আইনের ১০১(ক) ধারার কারখানার শ্রমিকদের কাজের সময়সীমা উল্লেখ রয়েছে।

শিল্প বা বাণিজ্যিক প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট শ্রমিক-কর্মচারীকে বিশ্রামের জন্য প্রতি কর্মদিবসে কমপক্ষে অধাঘণ্টা কর্মবিরতি দিতে হবে।

এ ছাড়া এসব প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক-কর্মচারীদের সপ্তাহে কাজের সময় আড়াই ঘণ্টা কমাতে হবে বলেও উল্লেখ করা হয়।

(ওএস/এটিআর/জুলাই ০৭, ২০১৪)