নিউজ ডেস্ক : আজ ৩ মার্চ। বিশ্ব বন্য প্রাণী দিবস। ২০১৩ সালে জাতিসংঘের সাধারণ অধিবেশনের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবছর এই দিনটি বিশ্ব বন্য প্রাণী দিবস পালিত হয়ে আসছে। এবারের স্লোগান- বাঘ জাতীয় প্রাণিরা আজ বিপদে, তাদের রক্ষায় এগিয়ে আসুন।

সামগ্রিকভাবে বন্য প্রাণীকে উপজীব্য করে এদের রক্ষায় আহ্বান জানানো হলেও এবারে দিবসটিতে বাঘের ওপর বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে।

বিশ্ব বন্য প্রাণী তহবিলের হিসাব অনুযায়ী, ১৯০০ সালে বিশ্বে বাঘের সংখ্যা ছিল প্রায় এক লাখ। ২০১৪ সালে তা কমে চার হাজারে নেমে আসে। বাংলাদেশে ২০০৪ সালে পায়ের ছাপ গুনে বাঘের সংখ্যা নির্ণয় করার জরিপে বলা হয়, সুন্দরবনে বাঘের সংখ্যা ৪৪০।

২০১৪ সালে সর্বশেষ জরিপ করা হয় ক্যামেরায় ঝবি তুলে ও পায়ের ছাপ গুনে। ওই জরিপে বাঘের সংখ্যা পাওয়া যায় ১০৬।

(ওএস/এসপি/মার্চ ০৩, ২০১৮)