মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর মির্জাগঞ্জের উত্তর আমড়াগাছিয়া গ্রামে একটি আমবাগানে অভিযান চালিয়ে ইয়াবা ব্যবসায়ীর স্ত্রীসহ দুই ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময়ে তাদের কাছ থেকে ২০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিত্বে শনিবার দুপুরে উত্তর আমড়াগাছিয়া গ্রামে একটি আমবাগানে ইয়াবা ব্যবসায়ী মোঃ মনিরুল ইসলাম লিটন ও উপজেলার পশ্চিম সুবিদখালী গ্রামের মোঃ বশির সিকদার ইয়াবা বিক্রিরকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে মনিরুল ইসলাম লিটন পালিয়ে যায়।

এ খবর পেয়ে মনিরুল ইসলাম লিটনের স্ত্রী বাড়ি থেকে মোসাম্মৎ রাশিদা বেগম দা’নিয়ে পুলিশকে কোপানোর উদ্যোশে ধাওয়া করে। পরে মির্জাগঞ্জ থানার ওসি (তদন্ত) মেহেদি হাসানের নেতৃত্বে পুলিশের একটিদল ঘটনা স্থলে গিয়ে অভিযান চালালে মোসাম্মৎ রাশিদা বেগম (৪০) ও মোঃ বশির সিকদারকে (৩০) আটক করেন এবং ২০ পিচ ইয়াবা উদ্ধার করে।

এলাকাবাসীর অভিযোগ, মোঃ মনিরুল ইসলাম লিটনের স্ত্রী মোসাম্মৎ রাশিদা বেগম উর্ধ্বতন পুলিশের এক কর্মকর্তার আত্মীয় পরিচয় দিয়ে ক্ষমতার প্রভাব খাটিয়ে এ এলাকায় মাদক ব্যবসাসহ নানা অপকর্ম করে যাচ্ছেন।

এ ব্যাপারে মির্জাগঞ্জ থানার ওসি (তদন্ত) মেহেদি হাসান বলেন, গ্রেফতারকৃত তাদের বিরুদ্ধে মির্জাগঞ্জ থানায় মাদকদ্রব্যে আইনে মামলা দায়ের করা হয়েছে। এঘটনায় দুইজনকে গ্রেফতার ও দুইজন আসামি পলাতক রয়েছে। বাকী আসামিরদের গ্রেফতারের চেষ্টা চলছে। গ্রেফতারকৃত দু’জনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তবে মির্জাগঞ্জে মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

(ইউজি/এসপি/মার্চ ০৩, ২০১৮)