সমরেন্দ্র বিশ্ব শর্মা, কেন্দুয়া (নেত্রকোণা) : গত বৃহস্পতিবার সকাল সাড়ে পাঁচটায় সাজিউড়া বানিয়াগাতী গ্রামের শাহজাহান মাস্টারের বাড়ির পেছনে রাস্তার পাশে পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার হওয়া সেই নবজাতকের মায়ের পরিচয় মিলেছে। 

নবজাতকের মায়ের নাম হুসনা আক্তার, বয়স অনুমান ৪০ বছর। তিনি এক বিধবা নারী তার বাবার নাম তৈয়ব আলী, গ্রাম বানিয়াগাতী। তার ১০/১১ বছরে একটি ছেলে সন্তান আছে। হুসনা পুলিশ ও গ্রামবাসীকে জানায় ওই সন্তান তিনি গর্ভে ধারন করেছিলেন।

বৃহস্পতিবার রাতে একই গ্রামে আবুল হাসেমের স্ত্রী মমতা আক্তার তার সন্তান প্রসব করান। এর পর সন্তান কোথায় নিয়ে যায় তা হুসনা বলতে পারে না। চেতন ফিরে আসলে সন্তানের খোঁজ করতে থাকেন হুসনা। এভাবেই এই গ্রামের আব্দুল মজিদের স্ত্রী মিনা আক্তার একটি সন্তান বৃহস্পতিবার সকালে রাস্তার পাশে পরিত্যাক্ত অবস্থায় পেয়ে পুলিশকে খবর দেন।

এ বিষয়টি হুসনা জানার পর এই সন্তান তার বলে তিনি গ্রামবাসীকে জানান। তিনি গ্রামবাসীকে আরো জানান বানিয়াগাতী গ্রামের আবুল হাসেমের ছেলে মামুন তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে মেলামেশা করেছে এর ফলেই তার গর্ভে সন্তান আসে। তিনি তার সন্তান ফিরে পেতে চান।

কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মো: সিরাজুল ইসলাম জানান, নবজাতক স্বাধীন আহমেদের মায়ের পরিচয় মিলেছে। তার মায়ের নাম হুসনা আক্তার এটি আমরা প্রাথমিক ভাবে তথ্য পেয়েছি।

নবজাতকের উদ্ধারকারী কর্মকর্তা পেমই তদন্ত কেন্দ্রের এস.আই. আবুল হাসেম এর সত্যতা নিশ্চিত করে বলেন, নবজাতকের মায়ের পরিচয় আমরা পেয়েছি বিস্তারিত তদন্ত করে আইনগত ভাবেই সব পদক্ষেপ গ্রহণ করা হবে।

নবজাতক স্বাধীন আহমেদের সুস্থ্যতা ও চিকিৎসার ব্যায় ভার গ্রহন করেছিলেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকতাদিরুল আহমেদ। উপজেলা সমাজসেবা বিভাগের তত্ত্বাবধানে নবজাতক স্বাধীন আহমেদ নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে শিশু বিভাগে ভর্তি রয়েছে সে সুস্থ্যও আছে।

(এসবি/এসপি/মার্চ ০৩, ২০১৮)