সুজানগর (পাবনা) প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সুজানগর উপজেলা বিএনপির উদ্যোগে রবিবার লিপলেট বিতরণ করা হয়।

উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আজম আলী বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজারী জাকির হোসেন চুন্নুর পরিচালনায় লিপলেট বিতরণীতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মজিদ শাহ ঝন্টু, বিএনপি নেতা আবুল কালাম, উপজেলা জাসাসের সভাপতি রহমত আলী শেখ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, পৌর যুবদলের আহবায়ক সিদ্দিকুর রহমান, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জসিম বিশ্বাস, যুবনেতা শফি বিশ্বাস, আব্দুল মান্নান, শাজাহান আলী, জাহাঙ্গীর, আনোয়ার, আনিস, ইকরাম, সিদ্দিক, ছাত্রদলের যুগ্ন আহবায়ক আনোয়ার হোসেন, লিপু বিশ্বাস, আলম মন্ডল, উপজেলা বন্ধুদলের সভাপতি ইকরাম হোসেন মধু বিশ্বাস, সহ-সভাপতি টিপু সুলতান দুলাল, সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, ইউছুব আলী টোকন, আরিফ, পৌর বন্ধুদলের সভাপতি বাবু মোল্লা, পৌর জাসাসের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ বাবু বিশ্বাস প্রমুখ।

বিএনপির নেতা কর্মীরা বিশাল হোন্ডা শোভাযাত্রা নিয়ে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে বিভিন্ন শ্লোগান দিয়ে উপজেলার গুরুত্ব পূর্ণ স্থানে সকল শ্রেণীর মানুষের কাছে লিপলেট বিতরণ করেন।

(এমএইচএস/এসপি/মার্চ ০৪, ২০১৮)