গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : শাহ্জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিশিষ্ট লেখক ড. মুহম্মদ জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদ ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে রবিবার (৪মার্চ) দুপরে গৌরীপুর পৌর শহরের কৃষ্ণচূড়া চত্বরে মানববন্ধন করেছে বাংলাদেশ মানবাধিকার কমিশন গৌরীপুর শাখা। মানববন্ধনে বিভিন্ন স্কুলের শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে।

মানবাধিকার কমিশন গৌরীপুর শাখার সহসভাপতি উপাধ্যক্ষ এমদাদুল হকের সভাপতিত্বে মানবন্ধনে বক্তব্য রাখেন প্রাবন্ধিক রণজিৎ কর, প্রবীণ সাংবাদিক কামরুল আহসান দিবাকর, মানবাধিকার কমিশন গৌরীপুর শাখার সাধারণ সম্পাদক রইছ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল মোমেনীন, দপ্তর সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, কবি আফরোজা আবেদীন, সার্ডের ম্যানেজার আব্দুল বাসেদ, সাংবাদিক আনোয়ার হোসেন শরীফ, ইমতিয়াজ আহমেদ, আরিফ আহমেদ, উপজেলা স্বজন সমাবেশের যুগ্ম সাধারণ সম্পাদক রবিন আচার্য্য, পৌর স্বজন সমাবেশের সভাপতি শ্যামল ঘোষ, বিশিষ্ট ব্যবসায়ী সিরাজুল ইসলাম, সুহেল মিয়া, রোজিনা, পলাম, নওরিন, লিজা, জীবন, শিমি, সুভ্রত, সজির, আকলিমা প্রমুখ।

(এসআইএম/এসপি/মার্চ ০৪, ২০১৮)