ঠাকুরগাঁও প্রতিনিধি : সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখা।

রবিবার দুপুরে জেলা মহিলা পরিষদের উদ্যোগে শহরের চৌরাস্তা মোড়ে এ কর্মসূচি পালন করা হয়।

ঘন্টাব্যাপি মানববন্ধনে মহিলা পরিষদের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনের কর্মী, সাংবাদিক, শিক্ষক, সাধারণ নাগরিক অংশ নেন।

মানববন্ধনে চলাকালে বক্তব্য দেন, ঠাকুরগাঁও জেলা মহিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি আইরিন পারভীন লুনা, সাধারণ সম্পাদক সুচরিতা দেব, প্রশিক্ষণ গবেষণা সম্পাদক রোমা ঘোষ, হরিপুর উপজেলা মহিলা পরিষদের আহ্বায়ক সাবিনা ইয়াসমিন, জেলা ন্যাপের সাধারণ সম্পাদক মো. হোসেন শান্তি, জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সহ সভাপতি রেজওয়ানুল হক রিজু প্রমুখ।

বক্তারা বলেন, অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলা মানে গোটা শিক্ষাজাতির উপর হামলা করা হয়েছে। এ ঘটনায় বক্তারা তীব্র নিন্দা ও ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

(এফআইআর/এসপি/মার্চ ০৪, ২০১৮)