বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর বাউফল উপজেলা চত্বরে আগামী কাল মঙ্গলবার (৬ মার্চ) থেকে শুরু হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা।

উপজেলা নির্বাহি কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান জানান, শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষায় উদ্বুদ্ধ করতে উপজেলা প্রশাসনের আয়োজনে তিন দিন ব্যাপী এই মেলার উদ্বোধন করবেন উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. মজিবুর রহমান।

এ উপলক্ষ্যে র‌্যালি, বিভিন্ন স্টলে শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক নানা প্রকল্প প্রদর্শনসহ উপজেলা চত্বরের স্বাধীনতা স্মৃতিস্তম্ভ ও মুক্তিযোদ্ধা মঞ্চে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কুইজ ও সাধারন জ্ঞান প্রতিযোগিতা (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়), আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। মেলার সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করবেন জাতীয় সংসদের চিফ হুইপ আ. স. ম ফিরোজ।

এ ছাড়া একই দিন উপজেলা প্রশাসনের উদ্দ্যেগে গ্রামের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের মাঝে ইংরেজিভিতি দূর করতে অনুষ্ঠানিক যাত্রা শুরু করবে ‘ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব’ নামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষকদের অপর এক সংগঠন।

(এমএবি/এসপি/মার্চ ০৫, ২০১৮)