হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাটে ফাগুয়া উৎসবে মেতেছে চা জনগোষ্ঠী। বসন্তকালে গাছে গাছে নানা রঙের ফুলের বাহারে চারদিক রঙ্গিন হয়ে উঠে। তাই ফাল্গুনের পূর্ণিমা তিথিতে হয় এই উৎসব। এজন্য একে ফাগুয়া উৎসব বলে জানেন চা বাগানের শ্রমিকরা। নেচে-গেয়ে আবির মেখে বাড়ি বাড়ি ঘুরে বেড়াতে তারা বেশ আনন্দ পান।

এবার ফেব্রুয়ারি থেকেই বৃষ্টিপাতের দেখা মিলেছে। ফলে এবার মওসুমের আগেই চা-পাতা চয়নে নেমেছেন চা-কন্যারা। এর মধ্যেই চা বাগানের আনাচে-কানাচে রোববার থেকে শুরু হয়েছে ফাগুয়া উৎসব। চা শ্রমিকরা ফাগুয়া উৎসবে একটি উৎসব ভাতা পান। যা ফাগুয়া উৎসবে নতুন মাত্রা যোগ করেছে।

এ উৎসবের জন্য চা বাগানে ৪ দিন ছুটি ঘোষণা করা হয়েছে। কিন্তু চা শ্রমিকরা এ উৎসব পালন করবে আরও কয়েকদিন।

চুনারুঘাট উপজেলার চান্দপুর, চন্ডিছড়া, নালুয়া, আমু, লস্করপুর, চাকলাপুঞ্জি, রেমা, পারকুল, শ্রীবাড়ি, দেউন্দিসহ বিভিন্ন চা বাগান ঘুরে দেখা যায় এক নান্দনিক দৃশ্য। তারা আনন্দে একে অপরকে আবির দিয়ে রাঙিয়ে দিচ্ছে।

(এমইউএ/এসপি/মার্চ ০৫, ২০১৮)