সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলা পরিষদ গেইট ফলকের সামনে মঙ্গলবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। 

‘সময় এখন নারীরঃ উন্নয়নে তারা বদলে যাচ্ছে গ্রাম-শহরে কর্ম জীবন ধারা এই প্রতিপাদ্যে আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালনে সফলতা কামনা করে উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক কার্যালয় ও সিরাজদিখান ব্র্যাক অফিস এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা ফেন্সী খানমের নেতৃত্বে মানব বন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ, সিরাজদিখান প্রেসক্লাব সাধারণ সম্পাদক সুব্রত দাস রনক, সিরাজদিখান প্রেসক্লাব সহ-সভাপতি ইমতিয়াজ উদ্দিন বাবুল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাউয়ুম খান, সিরাজদিখান ব্র্যাক অফিস এফও(সিইপি প্রোগ্রাম) মাধবী রাজবংশী, ব্র্যাাক এইচ আর এল এফ অফিসার ইসমাইল হোসেন, ব্র্যাক এফও মাইগ্রেশন শারমিন আক্তার শীলা, সিরাজদিখান উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা যুধিষ্ঠি রঞ্জন পাল, উপজেলা পজীপ বিআরডিবি কর্মকর্তা কানিজ ফাতেমা, যুব উন্নয়ন কর্মকর্তা ডলি রানী নাগ,সমবায় কর্মকর্তা বিন্দু রানী পালসহ উপজেলা প্রাশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, এনজিও ও স্থানীয় সংগঠনের প্রতিনিধিবৃন্দ।

(এসডিআর/এসপি/মার্চ ০৬, ২০১৮)