গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে আমির উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুবা আক্তারকে মারধোরের ঘটনায় সোমবার (৫মার্চ) স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আবু সাঈদ আহাম্মেদ ও তার পুত্র বাসিত আহাম্মদ বাবুকে আসামী করে মামলা নথিভূক্ত করেছে গৌরীপুর থানা পুলিশ।

অপরদিকে ঘটনা তদন্তে সহকারী শিক্ষা কর্মকর্তা জহির উদ্দিনকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করে আগামী ৭ কর্মদিবসের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে এবং ম্যানেজিং কমিটি ভেঙ্গে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আবু সাঈদ আহাম্মেদ স্কুলের বরাদ্দকৃত স্লীপের টাকা নিয়ে গত বুধবার (২৮ফেব্রুয়ারি) প্রধান শিক্ষক মাহাবুবা আক্তারকে স্কুলের ভেতর মারধোর করে।

রবিবার দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জুয়েল আশরাফের নেতৃত্বে একটি প্রতিনিধি দল স্কুল পরিদর্শন করে স্কুলের সভাপতির পদ থেকে আবু সাঈদ আহাম্মদকে অপসারণ করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করেন।

উল্লেখ্য, স্থানীয় এলাকাবাসী, ইউপি চেয়ারম্যান ও গৌরীপুর থানার ওসি (তদন্ত) ও তদন্তকারী কর্মকর্তার উপস্থিতিতে বিষয়টি মীমাংসা হওয়ার পর উর্ধ্বতন কতৃপক্ষের চাপে অবশেষে পুলিশ সোমবার রাতে মামলাটি নথিভূক্ত করে। মামলা নং-০৪, তারিখ ০৫-০৩-১৮ ইং।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ তারিক্জুামান বলেন, প্রধান শিক্ষককে মারধোরের ঘটনায় মামলা হয়েছে। আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।

(এসআইএম/এসপি/মার্চ ০৬, ২০১৮)