আন্তর্জাতিক ডেস্ক : পাপুয়া নিউ গিনিতে ৬ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্পে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছে। এক কর্মকর্তা জানিয়েছেন, বুধবার সকালে দক্ষিণাঞ্চলীয় পাহাড়ী অঞ্চল হাইল্যান্ডে ভূমিকম্পটি আঘাত হানে।

মাত্র এক সপ্তাহ আগেই দক্ষিণ পূর্বাঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ৭ দশমিক ৫ মাত্রার ওই ভূমিকম্পে কমপক্ষে ৫৫ জন নিহত হয়। ভূমিকম্পের আঘাতে সেখানে ভূমিধসের ঘটনায় বহু বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভয়াবহ ওই ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক আঘাত হানে। ওই অঞ্চলের প্রায় দেড় লাখ মানুষের জরুরি সহায়তা প্রয়োজন।

হেলা প্রদেশের প্রশাসক ওইলিয়াম বান্দো বলেন, ভূমিকম্পের আঘাতে ১৮ জনের মৃত্যুর খবর পেয়েছি। ভূমিকম্প সেখানে খুব ভয়াবহ আঘাত হেনেছে। ওই অঞ্চলে বহু মানুষ বাস করে। তাই ক্ষয়ক্ষতির পরিমান বেশি হবে বলেই আশঙ্কা করা হচ্ছে।

গত সপ্তাহের শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা ৭৫ ছাড়িয়েছে। এর আগে কর্মকর্তারা মৃতের সংখ্যা ৫৫ বলে জানিয়েছিলেন।

পাপুয়া নিউ গিনির ন্যাশনাল ডিজেস্টার সেন্টারের এক মুখপাত্র বুধবার জানিয়েছেন, কর্তৃপক্ষ এখনও হতাহতের সঠিক সংখ্যা নিশ্চিত করে কোনো রিপোর্ট প্রকাশ করেনি।

রেড ক্রসের এক রিপোর্টে বলা হয়েছে, ভূমিকম্পের কারণে ১ লাখ ৪৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভূমিকম্পে প্রায় ৫শ মানুষ আহত এবং আরও ১৭ হাজার মানুষ নিজেদের ঘর-বাড়ি হারিয়ে বাস্তুহারা হয়ে পড়েছে।

(ওএস/এসপি/মার্চ ০৭, ২০১৮)