লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার পারমল্লিকপুর গ্রামের মৃধা পাড়ায় একটি গোয়াল ঘরে আগুন লেগে ৫টি গবাদী পশুর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাত ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

ক্ষতিগ্রস্ত মিজান শেখ জানান, রাতের খাবার শেষে পরিবার পরিজন নিয়ে আমি ঘুমিয়ে পড়ি। রাত ১২টার দিকে গোয়াল ঘরে আগুনের শিখা দেখে চিৎকার দিলে এলাকাবাসি ছুটে আসে। ততক্ষনে আগুনে গোয়াল ঘর ভস্মিভূত হয়।

এ সময় গোয়ালে থাকা ১টি এড়ে গরু, ২টি গাভী ও ২টি বাছুর আগুনে পুড়ে মারা গেছে। গোয়াল ঘরে মশা তাড়ানোর জন্য খড়কুটো জড়ো করে আগুন জ্বালিয়ে দেই এবং সেই আগুন থেকেই অগ্নিকান্ডের সূত্রপাত বলে তিনি জানান। খবর পেয়ে লোহাগড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছানোর আগেই গোয়াল ঘরসহ গবাদী পশু আগুনে পুড়ে মারা যায়। এ ঘটনায় মিজান শেখের কমপক্ষে ৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে বুধবার সকালে লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও দায়িত্ব প্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা এম,এম আরাফাত হোসেন, মল্লিকপুর ইউপি’র চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

(আরএম/এসপি/মার্চ ০৭, ২০১৮)