ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সম্মূখ বইলর নামকস্থানে নসিমনের চাপায় মহাদেব পাল (৮) নামে তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্দ জনতা প্রায় ঘন্টাব্যাপি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানাযায়, গতকাল বুধবার সকালে দিকে স্কুলে যাওয়ার পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পারাপারের সময় উল্টোপথে আসা একটি নসিমন ওই শিক্ষার্থীকে চাপা দেয়। পরে স্থানীয়রা উদ্ধার করে মহাদেবকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

মহাদেব পাল সম্মূখ বইলর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র। সে স্থানীয় পালপাড়া এলাকার জগদিশ চন্দ্র পালের ছেলে। স্কুল ছাত্র নিহতের ঘটনায় স্থানীয় বিক্ষুব্দ জনতা প্রায় ঘন্টাব্যাপি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। পরে ত্রিশাল থানা পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় জনতা। চালক পালিয়ে গেলেও নসিমনটি আটক করে পুলিশ।

ওসি (তদন্ত) ফায়েজুর রহমান জানান, উত্তেজিত জনতা মহাসড়ক অবরোধ করলে আমাদের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় তারা। ঘাতক নসিমনটি আটক করা হয়েছে।

(এসআইএম/এসপি/মার্চ ০৭, ২০১৮)