নওগাঁ প্রতিনিধি : সোমবার বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস), নওগাঁ জেলা শাখা ফের পূর্ন দিবস কর্র্মবিরতি পালন করেছে। সেই সঙ্গে অফিস চত্বরে বিক্ষোভ সমাবেশ করেছে তারা। পদবী পরিবর্তন ও বেতন স্কেল সমন্বয় করনের দাবীতে কেন্দ্রীয় কমিটি ঘোষিত এই কর্মসূচী পালন করা হয়।

এদিন সকাল ১০টা থেকে পূর্ন দিবস কর্মবিরতি পালনসহ জেলা প্রশাসকের অফিস চত্বর থেকে একটি মিছিল বের করা হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বাকাসসের আহবায়ক মোতাহার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বাকাসসের সদস্য সচিব হৃষিকেশ চন্দ্র মন্ডল, রফিকুদ্দৌলা রাব্বী, ফরিদুল ইসলাম, বেগম সুফিনাজ সাফিরা, সুবল চন্দ্র প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা জানান, দাবী আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচী অব্যাহত থাকবে। সমাবেশে বাকাসস এর দুই শতাধিক কর্মচারী অংশ গ্রহন করেন।

(বিএম/এটিআর/জুলাই ০৭, ২০১৪)