ধামরাই (ঢাক) প্রতিনিধি : আওয়ামীলীগের আয়োজনে ঢাকা সোহরাওয়াদী উদ্যানে ৭ মার্চের বিশাল জনসভায় ধামরাই থেকে যাওয়ার সময় শৈলান উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র শাকিল চলন্ত বাসের বাইরে মাথা বের করলে গাছের সাথে আঘাতে নিহত হয়েছে।

বুধবার সকালে ধামরাইয়ের দেপাশাই এলাকায় থেকে আওয়ামীলীগের নেতাকর্মীদের সাথে বাসযোগে ঢাকায় যাবার পথে ধামরাইয়ের দেপাশাই এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।আমতলী গ্রামের কৃষক মফিজুল ইসলামের ছেলে শাকিল। সে শৈলান সুরমা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র।

স্কল ছাত্র শাকিলের বন্ধু ও নের্তৃবৃন্দের সাখে ভবিষ্যৎ রাজনীনিতে অংশ নেবার ইচ্ছায় আজ সকলের সাথে ঢাকা যাচ্ছিল বলে জানান তার সহপাঠিরা।

শাকিল চলন্ত বাসে আঘাত প্রাপ্ত হবার পর তার সহযাত্রীরা দ্রুত ধামরাই সরকারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত সিকিৎসক শাকিলকে মৃত ঘোষনা করেন।

শাকিলের মৃত্যু সংবাদ তার পরিবারের মধ্যে পৌছলে এক হৃদয় বিদারক দৃশ্যে অবতারনা হয়। মায়ের আশাজারিতে হাসপাতাল কমপ্লেক্সের বাতাস ভাড়ি হয়ে উঠে।

শাকিলের মৃত্যু সংবাদ শুনেই হাসপাতালে ছুটে আসে ঢাকা বিশ আসনের সাবেক এমপি আলহাজ্ব বেনজীর আহমদ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন সাকু,ধামরাই পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবীর,উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম, উপজেলা সহকারী কমিশনার(ভুমি)ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাহিদ হাসান সহ নের্তৃবৃন্ এলাকাবাসি ও শাকিলের সহপাঠি বন্ধুরা।
শাকিলের মা কান্নায় ভেঙ্গে পড়েন, মূর্ছাযান।

ডাঃ আশা দুর্ঘটনায় আহত শাকিল মরনাপন্য অবস্থায় ছিল আসার পথেই সে মারা ।মাথায় আঘাতের চিহ্ন ছিল,কান দিয়ে রক্ত ঝড়ছিল বলেন।

মেয়র গোলাম কবীর বলেন ৭ মার্চের জন সভায় যাবার জন্য নেতাকর্মীদের সাথে শাকিলও ঢাকায় যাচ্ছিল । শাকিল গাড়ির বাইরে মাথা বের করা সাথে সাথেই রাস্তার পাশে এক গারে সাথে আঘাত পেয়ে আহত হলে তাকে ধামরাই সরকারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর মারা যায়অ মেয়র কবীর শাাকিলে আত্মার শান্তি কামনা করে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞপন করেন।

ঢাকা বিশ আসনের সাবেক এমপি মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ বলেন প্রগশীল রাজনীতির নতুন প্রজন্ম শাকিলের মৃত্যুতে মর্মাহত হয়ে পড়েন। তিনি শাকিলের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান।

(ডিসিপি/এসপি/মার্চ ০৭, ২০১৮)