চাঁপাইনাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলার কালিনগর ও চরমোহনপুর এলাকায় মহানন্দা নদী থেকে সামবার সরকারীভাবে নিষিদ্ধ বিপুল পরিমান কারেন্ট জাল ও কাপা জাল আটক করে ধ্বংস করা হয়েছে।

সোমবার সকালে নির্বাহী ম্যাজিষ্ট্রেট আজিজুর রহমানের নেতৃত্বে পুলিশ ও মৎস্য বিভাগের কর্মকর্তারা উপজেলার কালিনগর এবং চরমোহনপুর এলাকায় মহানন্দা নদীতে অভিযান চালায়। এসময় নদী থেকে ৬ হাজার ২’শ মিটার কারেন্ট জাল এবং ৩ হাজার মিটার কাপা জাল আটক করা হয়। যার আনুমানিক বাজার মুল্য ৭ লক্ষ ২৪ হাজার টাকা। পরে দুপুরে আটককৃত জাল মহনন্দা নদীর সদরঘাট এলাকায় নিয়ে এসে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এসময় নির্বাহী ম্যজিষ্ট্রেট আজিজুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা একরামুল হক, সিনিয়র মৎস্য কর্মকর্তা ড. আমিমুল এহসান, সদর থানা পুলিশের এসআই ফারুক হোসেন উপস্থিত ছিলেন। উল্লেখ্য গতকাল রবিবারও অভিযান চালিয়ে বিপুল পরিমান জাল আটক ও ধ্বংস করা হয়।

(এআরএন/এটিআর/জুলাই ০৭, ২০১৪)