ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে পালিত হয়েছে ঐতিহাসিক ৭ মার্চ। সকালে শহরের এইচএসএস সড়কের দলীয় কার্যালয়ের সামনে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি বিভিন্ন সড়ক ঘুরে প্রেরণা একাত্তর চত্তরে গিয়ে শেষ হয়। পরে সেখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুরষ্পমাল্য অর্পণ করা হয়। এরপর সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য আব্দুল হাই, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তৈয়ব আলী জোয়ার্দ্দার, মকবুল হোসেন, আব্দুল খালেক, যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদ আহম্মেদ সঞ্জু, সাংগঠনিক সম্পাদক অশোক ধর, এম এ হাকিম, দপ্তর সম্পাদক আছাদুজ্জামান আছাদ, তথ্য ও গবেষণা সম্পাদক কৃষ্ণ পদ দত্ত, আওয়ামী লীগ নেতা গোলাম সরওয়ার খান সউদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হিরন, পৌর আওয়ামী লীগের সভাপতি জীবন কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি শাকিল আহমেদ, সাধারণ সম্পাদক রানা হামিদসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ দলীয় অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগের সকাল সাড়ে ৬ টার দিকে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

(জেআরটি/এসপি/মার্চ ০৭, ২০১৮)