নাটোর প্রতিনিধি : নাটোর শহরতলির আমহাটি হাবুর মোড় এলাকায় পুলিশের পরিচয়ে রবিবার রাতে তিনটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। অপরদিকে একই রাতে টহল পুলিশের একটি দল শহরের লালবাজার স্বর্নপট্টি এলাকা থেকে ডাকাতির মালামাল সহ ৩ ডাকাতকে আটক করে।

পুলিশ ও ক্ষতিগ্রস্থ পরিবার সুত্রে জানাযায়, গত রবিবার রাত ১২ টার দিকে ১০/১২ জনের এক দল ডাকাত শহরতলির আমহাটি হাবুর মোড় এলাকায় সানোয়ার হোসেন উজ্জলের বাড়িতে গিয়ে পুলিশের পরিচয় দিয়ে দরজা খুলতে বলে। দেরী হওয়ায় তারা দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে অস্ত্রের মুখে জুয়েল সহ বাড়ির সকলকে বেঁেধ রেখে স্বর্নালংকার সহ নগদ ৫০ হাজার টাকা ডাকাতি করে। পরে তারা একই কায়দায় পাশের কামরুল হাসান জিয়া ও মফিজ উদ্দিনের বাড়ি থেকে নগদ দুই লক্ষাধিক টাকাসহ মালামাল লুট করে নিয়ে যায়।

অপরদিকে রবিবার রাত ২ টার দিকে টহল পুলিশের একটি দল শহরের লালবাজার স্বর্নপট্রি এলাকায় ১০/১২ জনকে দেখে চ্যালেঞ্জ করলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় পুলিশ ডাকাতির মালামাল সহ তিনজনকে আটক করে। আটক কৃতরা হলো নাটোর সদর থানার অর্জুনপুর গ্রামের ফয়েজ আলীর ছেলে সাবেদ আলী (৩২), একই এলাকার মৃত মহর আলীর ছেলে রবিউল(৩০) ও কুড়িগ্রাম রৌমারি উপজেলার চরফুলবাড়ি গ্রামের জুলুপ উদ্দিনের ছেলে মন্টু মিয়া(২৬)। পুলিশ আটককৃতদের কাছে থেকে নগদ ২০ হাজার ৪৩৪ টাকা, ৩টি মোবাইল ফোন, ৩ টি র্টচ লাইট, ১টি রুপার তৈরী চেইন, ১ টি নতুন লুঙ্গি, ১টি নতুন প্যান্ট, ও ১টি মেমোরি কার্ড উদ্ধার করে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম উদ্দিন জানান, আটক তিনজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

(এমআর/অ/জুলাই ০৭, ২০১৪)