মুজিব মানেই বাংলাদেশ


একাত্তরের ৭ মার্চ রেসকোর্স ময়দানে মুজিবের ভাষণ
এই ভাষণেই বন্ধ হল ইয়াহিয়ার শাসন
বঙ্গবন্ধুর ডাকে দেশে যুদ্ধ হল শুরু
মুক্তিযুদ্ধে মিত্র বাহিনীর ভূমিকাও ছিল পুরো।

লক্ষ প্রাণের বিনিময়ে এলো স্বাধীনতা
মুজিবকে জাতির পিতা স্বিকৃতিতে কেন দ্বীনতা?
মুজিব মানেই বাংলাদেশ, লাল সবুজ পতাকা
উচ্চস্বরে বল সবাই মুজিবই জাতির পিতা।

৭ মার্চের ভাষণকে বিশ্বে স্বীকৃতি দিল ইউনেস্কো
বাঙালি জাতিকে করল অনেক সম্মানিত
এর পরও যদি কোন বাঙালি না বুঝে
তার স্বভাবটাই গাধার মতো।

মুজিব মানেই লাল সূর্য
সোনার বাংলাদেশ
মুজিব ছাড়া এই বাংলার
নেইকো কোন শেষ।