আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক নারীকে স্মরণ করেছেন। ওই নারীই নাকি প্রধানমন্ত্রীর অনুপ্রেরণা। বৃহস্পতিবার এক টুইটে ১০৬ বছরের এক বৃদ্ধার কথা স্মরণ করে মোদি জানিয়েছেন, ওই বৃদ্ধা তাকে অনুপ্রাণিত করেন। শুধু তাই নয় মোদি তার টুইটে অন্যদের উদ্দেশ্যে বলেন, ‘যে সব নারী আপনার জীবনের অনুপ্রেরণা তাদের কথা লিখে জানান। খবর টাইমস অব ইন্ডিয়া।

মোদি যে বৃদ্ধার কথা টুইটারে লিখেছেন তিনি হলেন কুনওয়ার বাই। যিনি ছত্তিশগড়ের বাসিন্দা। কুনওয়ার বাই নিজের ছাগল বিক্রি করে সেই টাকা দিয়ে গ্রামের জন্য একটি টয়লেট তৈরি করেন। এটাই গ্রামের প্রথম টয়লেট যা তৈরি হয় মাত্র ১৫ দিনে। এর জন্য খরচ হয়েছে ২২ হাজার টাকা। মোদি টুইটে বলেন, স্বচ্ছ ভারত মিশনে তার এই অবদান ভোলার নয়।

মোদি বলেন, তার এই আর্দশ চিন্তাধারা আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। ছত্তিশগড় সফরের সময় আমি কুনওয়ার বাইয়ের আর্শীবাদ পাওয়ার সুযোগ পেয়েছি। সেই সময়টা আমি সর্বদা মনে রাখব।

চলতি বছরের গোড়াতেই মৃত্যু হয় কুনওয়ার বাইয়ের। প্রধানমন্ত্রী জানান, তিনি সবসময় হৃদয়ে থাকবেন এবং স্বচ্ছ ভারতের স্বপ্নের জন্য যারা প্রাণপণ লড়ে যাচ্ছেন তাদেরকেও সালাম জানান মোদি। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে নরেন্দ্র মোদি রাজস্থান সফর করছেন। সেখানে বিভিন্ন বিষয় নিয়ে তিনি আলোচনা করবেন। যার মধ্যে রয়েছে ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ মিশন।

(ওএস/এসপি/মার্চ ০৮, ২০১৮)