স্টাফ রিপোর্টার : ৪৪ কোটি ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ইউনিপেটুইউয়ের দুই কর্মকর্তা ও দুই এজেন্টকে গ্রেফতার করেছে সিআইডি।

সিআইডির সহকারী পুলিশ সুপার (এএসপি-মিডিয়া) শারমিন জাহান তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের গতকাল গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি।

তবে যাদের গ্রেফতার করা হয়েছে তাদের পরিচয় এখনও জানা যায়নি। বৃহস্পতিবার সিআইডি সদর দফতরে গ্রেফতারকৃতদের বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন শারমিন জাহান।

(ওএস/এসপি/মার্চ ০৮, ২০১৮)