ধামরাই (ঢাকা) প্রতিনিধি : আজ ঢাকার ধামরাইয়ের বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস ২০১৮।

সকাল সাড়ে ১১ টায় ধামরাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় স্কুল কলেজের ছাত্রী ও সরকারী নারী কর্মকর্তা, কর্মচারী, এলাকার নারী ও বিভিন্ন নারী সংঠন ও বিভিন্ন শ্রেনী পেশার নারীদের নিয়ে উপজেলা চত্তরে এক মানব বন্ধন কর্মসুচি পালন করে।এর পর নারী উন্নয়ন মেলার উদ্ধোধন করেন ধামরাইয়ের ইউএনও আবুল কালাম। মেলায় দশটি ষ্টল বসেছে।

এর পর উপজেলা মিলনায়তনে ধামরাইয়ের নির্বাহী কর্মকর্তা আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা খানম।

আরো বক্তব্য রাখেন, ভোরের কাগজ প্রতিসিধি, উত্তরাধিকার ৭১ নিউজের প্রতিনিধি ও দেশটিভির ধামরাই প্রতিনিধি দীপক চন্দ্র পাল, প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ সাইদুর রহমান সহ অনেকে বত্তব্য রাখেন। এরা পল্লী উন্নয়ন ব্যাংকের পক্ষ থেকে ৩ জন নারী উদ্যোক্তাদের ৭০ হাজার টাকারর ঋণ বিতরণ করেন ইউএনও আবুল কালাম।

অনুষ্ঠান শেষে অতিথি বৃনদ মেলার ষ্টল গুলো ঘুরে ঘুরে দেখেন।

(ডিসিপি/এসপি/মার্চ ০৮, ২০১৮)