ঝিনাইদহ প্রতিনিধি : “সময় এখন নারীর,উন্নয়নে তারা, বদলে যাচ্ছে গ্রাম,শহরে-কর্ম-জীবনধারা” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ঝিনাইদহে সিও সংস্থার আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ঘন্টাব্যাপী মানববন্ধন ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার সকালে ঝিনাইদহে পোষ্ট অফিস মোড়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষীন করেন। ঘন্টাব্যাপী মানববন্ধনে উপস্থিত ছিলেন সোসিও ইকোনমিক হেলথ এডুকেশন অর্গানাইজেশন সিও পতিষ্ঠানের সহকারী নির্বাহী পরিচালক তোফাজেল হোসেন , প্রকল্প পরিচালক ঋণ ওহিদুর রহমান, ডাউরেক্টর এডমিন মাফিদুন নেছা শিলা খাতুন, হিসাবরক্ষক বদরুল আমিন, জোনাল হিসাবরক্ষক নাসিমুল ইসলাম, আইটি অফিসার সোহেল পারভেজ, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর শাহানাজ পারভীন, হিসাবরক্ষক ময়না খাতুন, রেহেনা খাতুন, মহিদুল ইসলাম,আনোয়ার হোসেন, ছায়েনা খাতুন প্রমুখ।

সেসময় বক্তারা, নারীর অধিকার প্রতিষ্ঠায় সমাজের সর্বস্থরের মানুষকে এগিয়ে আহ্বান জানান।

(জেআরটি/এসপি/মার্চ ০৮, ২০১৮)