জোটন চন্দ্র ঘোষ, ময়মনসিংহ : হালুয়াঘাটে মোরগ ব্যবসায়ীর মোরগ ছেড়ে দেওয়ার তুচ্ছ ঘটনায় ফুজায়েল তালুকদার(২৮) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবকের খুনের ঘটনা ঘটেছে। তিনদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ৯ মার্চ শুক্রবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। 

ঘটনা সুত্রে নিহতের বড় ভাই সুরুজ আলী জানায়, প্রায় মাসখানেক পূর্বে মোরগ ব্যবসায়ীর মোরগ ছেড়ে দেওয়ার তুচ্ছ ঘটনায় গত ৭ মার্চ বুধবার সন্ধায় পূর্ব বিরোধের জের ধরে উপজেলার ধারা ইউনিয়নের কুতিকুড়া গ্রামের আবু সুফিয়ানের স্ত্রী হালিমা খাতুন, আবু তাহেরের স্ত্রী আফরোজা খাতুন ও তার মেয়ে ফারজানা খাতুন সহ আরও কয়েকজনের সহযোগিতায় মোটা বাঁশ দিয়ে মাথায় ও শরীরে এলোপাথাড়ি আঘাত করতে থাকে।

পরে মুমূর্ষ অবস্থায় তাকে নিহতের ভাতিজা শাহীন তালুকদার ও ফয়জুর রহমান তালুকদার দু’জনে মিলে উদ্ধার করে হালুয়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আশংকাজনক অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানেও তার শারিরীক অবস্থার অবনতি দেখা দিলে কর্তব্যরত চিকিৎসক সেখান থেকে উন্নত চিকিৎসার জন্যে গত বৃহঃপতিবার বিকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

অবশেষে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে মারা যান ফুজায়েল তালুকদার নামে সেই মানসিক ভারসাম্যহীন যুবক। ফুজায়েল কুতিকুড়া গ্রামের মৃত আব্দুল মন্নাফ আকন্দের পুত্র। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে বলে জানান নিহতের বড় ভাই সুরুজ আলী।

এ বিষয়ে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম মিঞা বলেন, ঘটনাটি তিনি শুনেছেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করবেন।

(জেসিজি/এসপি/মার্চ ০৯, ২০১৮)